আক্রান্ত
০
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলার একাধিক ডাকাতি ও মাদক মামলার পলাতক আসামী এলাকার চিহিৃত ডাকাত শিপন মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের মামদ আলীর ছেলে।
জগন্নাথপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, জগন্নাথপুর থানার এএসআই মুক্তার হোসেন ও এএসআই ফখরুদ্দিনের নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে এলাকার চিহিৃত ডাকাত ও সিআর মামলা নং-৩৭/১৬ ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী শিপন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতকে ২৬ এপ্রিল সোমবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।