জগন্নাথপুরে মাসুম আহমদের হত্যাকারীদের অতিসত্ব গ্রেফতারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার  পৌরসভার বাসিন্দা মাসুম আহমদের খুনিদের গ্রেফতারের দাবিতে শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের 
মানববন্ধন করে।

মানববন্ধন জনতারা চান  মাসুমের হত্যাকারীদের দৃষ্টান্তরূপে শাস্তি প্রত্যাশা করেন।

এসময় উপস্থিত ছিলেন  জগন্নাথপুর  পৌরসাভার সাবেক কাউন্সিলর আবাব মিয়া, ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র সুহেল আহমদ, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, সাংবাদিক সানোয়ার হাসান সুনু, সমাজ সেবক রেজাউল করিম রাজু, মুফতি মাওলানা গিয়াস উদ্দিন, আব্দুল লতিফ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল পরান, নিহতের মামা আলী আহমদ প্রমূখ।

বক্তারা বলেন তরুণ কৃতি ফুটবলার মাসুম আহমেদকে যারা নির্মমভাবে দিন দুপুরে হত্যা করেছে অবিলম্বে সেইসব দুস্কৃতিকারীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানাই। 

এ ঘটনায় নিহত মাসুমের বোন তমা আক্তার মুন্নী নিজে বাদি হয়ে হত্যাকারী একই এলাকার বাসিন্দা সুরুজ আলীর ছেলে রুবেল মিয়াকে প্রধান আসামী করে মোট ১৫ জনের নাম উল্লেখ করে গত ১৯ এপ্রিল জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৩জন আসামীকে গ্রেফতার করলেও বাকি আসামীরা এখনো পলাতক রয়েছে। উল্লেখ্য, পৌরসভার ভবানীপুরের মৃত বাদশা মিয়ার ছেলে মাসুম আহমদের সঙ্গে প্রতিবেশী সুরুজ মিয়ার পক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে সীমানার রাস্তা নিয়ে পূর্ব বিরোধ চলছিল। যার জের ধরে গত ১৬ এপ্রিল প্রতিপক্ষের লোকজনের হামলায় মাসুম আহমদ নিহত হন। এ ঘটনায় পুলিশ ৩জনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের অপশনে ক্লিক করুন

More News Of This Category