বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কাচিন প্রদেশের পাথরভর্তি পাক্তান এলাকার খনিতে। কাদা ও জলের স্রোতে ভেসে গিয়েছে অনেকে। মাটির নীচে চাপা পড়ে গিয়েছেন বহু শ্রমিক। বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত লেক থেকে মোট ১৬২টি দেহ উদ্ধার করেছে দমকল বাহিনীর উদ্ধারকারী দল।
এদিন স্থানীয় প্রসশান থেকে জানানো হয়েছে, শুক্রবার মোট ১৬১টি দেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন ৪৩জন। এখনও বহু শ্রমিক নিখোঁজ রয়েছেন, তাঁদের খোঁজে এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে।
স্থানীয় এক শ্রমিক, ৩৮ বছরের মাউং খাইংয়ের কথায় ধরা পড়ল সেই সময়ের ভয়ংকর বিপর্যয়ের ঘটনার রূপ। তাঁর কথায়, ‘একটা জঞ্জালের স্তূপ সামনের দিকে ধেয়ে আসছিল। সেটি যে খনিটি পুরো ধ্বংস করতে এগিয়ে আসছে সেটা বোঝার আগেই বন্যার জলের মতো ঢুকে পড়ে। বিপদ বুঝতে পেরে অনেকেই দৌড়াও দৌঁড়াও বলে চিত্কার শুরু করেছিল। সেই সময় অনেকে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। এক মিনিটের মধ্যেই ওই কাদার স্রোতের মধ্যে তলিয়ে গেল সকলে!’
বিশ্বের সকল খবর সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন
সংবাদটি শেয়ার করতে নিচের অপশনে ক্লিক করুন