আক্রান্ত
০
একাদশ সংসদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আগামি ৩ নভেম্বর বৈঠকে বসছে নির্বাচন কমিশন। সেই বৈঠকে তফসিল চূড়ান্ত হবার কথা রয়েছে। পরে যে কোন সময়ে তা বিটিভি ও বাংলাদেশ বেতারের মাধ্যমে জাতির উদ্দেশ্য ঘোষণা দেবার কথা ইসি থেকে।
এর আগে বুধবার ইসিতে আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে। পরদিন বৃহস্পতিবার চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবকে নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবেন সিইসি কে এম নূরুল হুদা।
ইসি সূত্র জানায়, মনোনয়ন দাখিল, বাছাই, প্রত্যাহারের শেষ সময় এবং প্রতীক বরাদ্দ শেষে প্রচারের পর্যাপ্ত সময় দেয়া হবে প্রার্থীদের। তাই তফসিল ঘোষণার ৪০-৪৫ দিন পর ডিসেম্বরের শেষ দিকে ভোট আয়োজনের পরিকল্পনা নিয়েই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।