গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের গোলাপগঞ্জে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের অনুষ্ঠান বর্জন করেছে উপজেলার ৫নং বুধবারী বাজার ইউনিয়ন অাওয়ামীলীগ। শনিবার বুধবারী বাজার ইউনিয়নের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধনী সভায় শুরু থেকে শেষ পর্যন্ত তারা ছিল অনুপস্থিত। দলের নেতা কর্মীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, কোন্দল ও নেতা কর্মীদের মধ্যে ক্ষোভের কারণে এমনটি ঘটেছে বলে দাবি করেছেন দলীয় নেতা কর্মী। ফলে শেষ পর্যন্ত টিমেতালে হয়েছে। বিগত কয়েকদিন অাগে ইউনিয়ন কর্মী সভা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি ছিলেন বুধবারী বাজার ইউনিয়ন সংলগ্নে ইউনিয়ন কর্মী সভায়। এ সভা শুরুর অাগেই এলাকায় দলের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এ সভায় দলের শীর্ষস্থানীয় কেউ উপস্থিত ছিলেন না।
বুধবারী বাজার ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হালিমুর রশিদ রাপু বলেন, কর্মীদের কোন মূল্যায়ন করা হয় নাই। অথচ শিক্ষামন্ত্রীর অনুষ্ঠান দলের কোন কর্মী জানেনা, কেউ বলতে ও পারেনা। এমন সভা অামাদের নয়, নামধারী কিছু অাওয়ামী লীগারের তাই অামরা কেউ এ সভায় যাইনি। একি কথা বলেন ইউনিয়ন যুবলীগ সভাপতি রাজু অাহমদ ও ইউনিয়ন অাওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাহার উদ্দীন।
সিলেট জেলা যুবলীগের অনত্যম সদস্য জুনেদ খাঁন কে প্রশ্ন করা হলে তিনি বলেন, অাজকে অামাদের ইউনিয়নের নবনির্মিত ভবন উদ্বোধন করা হবে, মাননীয় মন্ত্রী মহোদয় অাসবেন। অামরা কিছু তা জানিনা। ইউনিয়নের কর্মীদের কে পরিচয় করে দেওয়া হবে। এসব বিষয় এখন প্রয়োজন হয়না মন্ত্রীর। তাই অামরা ইউনিয়ন থেকে শিক্ষামন্ত্রীকে বয়কট করেছি