প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৭:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৪, ৫:৪৬ পি.এম
র্যাবের অভিযানে কারাগার থেকে পলাতক মাদক মামলার আসামী গ্রেফতার
মাসুদুর রহমান : শেরপুর জেলা কারাগার থেকে পলাতক মাদক মামলার আসামী ফুলু মিয়া (২৯)'কে আটক করেছে জামালপুর র্যাব-১৪। সোমবার (৪ নভেম্বর) শেরপুরের সোনার বাংলা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা পরে তাকে আটক করা হয়।
তিনি শেরপুর থানার নবীনগর গ্রামের আ: মালেকের ছেলে । বিষয়টি নিশ্চিত করে জামালপুর র্যাবের অধিনায়কের পক্ষে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো: আব্দুল হাই চৌধুরী সোমবার রাত ১১ টায় সাংবাদিকদের জানান, শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ০৫ আগস্ট বিকাল অনুমান ৪ টায় জেলা কারাগারে কয়েক হাজার দুস্কৃতিকারী আক্রমন করে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি করে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার প্রায় ৫১৮ জন হাজতী ও কয়েদীদেরকে পলায়ন করতে সহায়তা করে। এই ঘটনার পরেই সরবরাহকৃত পলাতক হাজতী ও কয়েদীদের তালিকা সংগ্রহ করে তাদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু করে র্যাব । গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮ টা ১৫ মিনিটে জামালপুর র্যাবের একটি অভিযানিক দল শেরপুর জেলার সোনার বাংলা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক মাদক মামলার বিচারাধীন হাজতী নং-২৬০/২৪ ফুলু মিয়া (২৯) কে আটক করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। জেল পলাতক এসব হাজতী ও কয়েদীদের বিরুদ্ধে র্যাবের জোড় অভিযান অব্যাহত থাকবে বলে জানান মিডিয়া অফিসার মো: আব্দুল হাই চৌধুরী ।
সম্পাদক : মোহাম্মদ মূর্তজা ইবনে মোস্তফা।
সহ-সম্পাদক: মোঃ মোস্তফা হায়দার
প্রকাশক : মোহাম্মদ আকিব হাসান
অফিস: ৩২/এ দক্ষিণ বনশ্রী, খিলগাঁও ঢাকা। ১২১৯
যোগাযোগ:০১৭৫৯৬৮৮১২২
ইমেইল : helloidealnews24@gmai.com
All rights reserved © 2024