প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৩:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৪, ৮:৫৫ পি.এম
জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিচ ট্যাবলেট সহ আটক ২
মাসুদুর রহমান : জামালপুরে অভিযানে ৬০০ টাপেনটাডল ট্যাবলেট ও নগদ তিন লক্ষ ঊনত্রিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার( ২৫ অক্টোবর) রাত ০৮: ৪৫ মিনিটে জামালপুর সদর থানার কেন্দুয়া কালিবাড়ী ইউনিয়নের কাঁচাসড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। গ্রেফতারকৃতরা হলেন কালাবহ সুইচ গেট মোড় এলাকার মরহুম শফিকুলের ছেলে মোঃ রাজু (৩০) এবিং কাচাসড়া আকন্দ বাড়ী এলাকার মুরহুম আব্দুল আওয়াল আকন্দের ছেলে অনিক রহমান (২৪) ।
এ বিষয়ে ওসি (ডিবি) সাকিব আহমেদ জানান,
জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে মাদক ও নগদ টাকা সহ ব্যবসায়ীদ্বয়কে আটক করে ডিবি-১ এর চৌকশ অভিযানিক দল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার কথা স্বীকার করে। সহযোগী আটক চেষ্টা ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
সম্পাদক : মোহাম্মদ মূর্তজা ইবনে মোস্তফা।
সহ-সম্পাদক: মোঃ মোস্তফা হায়দার
প্রকাশক : মোহাম্মদ আকিব হাসান
অফিস: ৩২/এ দক্ষিণ বনশ্রী, খিলগাঁও ঢাকা। ১২১৯
যোগাযোগ:০১৭৫৯৬৮৮১২২
ইমেইল : helloidealnews24@gmai.com
All rights reserved © 2024