কামরুল ইসলাম মাহি,স্টাফ রিপোর্টার: ছাতক উপজেলার গোবিন্দগন্জ সৈদের গাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের মাসুক মিয়া মেয়ে ১৫ বছর যাবত বাকশক্তি হীন (বোবা) ছিলেন। গত ১৩ নভেম্বর ১৬’রোজ রবিবার আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ(রহঃ) বাড়ী জকিগঞ্জে যান।মেয়েটি উনার মাজারে মাঠি আনতে মাজারে খাদিম কে অনেক আকুতি মিনতি করেন।অবশেষে খাদিম ওই বোবা মেয়ে কে মাজার থেকে কিছু মাঠি দেন। বাকশক্তি হীন বোবা মেয়ে বাড়ীতে এসে খুব আদবের সহিত মাথায় ও গলায় মাঠি মালিশ করেন।মালিশ করার সাথে সাথে বোবা মেয়ের জবান খুলে যায়।গঠনা সত্যতা যাছাই করেছেন-বাংলাদেশ আল ইসলাহ সুনামগঞ্জ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা মাহবুর রহমান তাজুল সহ স্থানীয় আল ইসলাহ তালামীয নেতৃবৃন্দ আরো অনেকই।