ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার্দো ফিলিপ বক্তব্যে অনুযায়ী আগামী ১১ মে থেকে ফ্রান্সে লক-ডাউন তুলে দেয়া হবে।
লক-ডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার সেরা সময় এখন। তিনি বলেন, লক-ডাউনের মতো পদক্ষেপ নেওয়ায় এক মাসে ৬২ হাজার মানুষের জীবন রক্ষা করা গেছে। কিন্তু এই বিধিনিষেধ এখনো চালু রাখলে তা বড় ধরনের অর্থনৈতিক ধসের ঝুঁকি তৈরি করবে। লক-ডাউন কি করে ধীরে ধীরে তুলে দেওয়া যায়, তা বিবেচনার এটাই সেরা সময়।
নিম্নে শর্তসাপেক্ষ তুলে ধরা হল :-
১) সবাইকে মাস্ক ব্যাবহার করতে বলা হয়েছে।
২) কলেজে ছাত্র-শিক্ষক সবাইকে মাস্ক বাধ্যতামূলক ব্যাবহার করতে হবে।
৩) শিশু, মাতৃ-মণি এবং প্রাথমিক শ্রেণীর বাচ্চাদের স্কুল খুলবে ১১ মে থেকে , কলেজ খুলবে ১৮ মে থেকে ।
৪) বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে সিদ্ধান্ত আসবে মে’র শেষের দিকে।
৫) ১০০ কি.মি. এর বেশি যাতায়াত করতে হলে এটেস্টেশন সাথে রাখতে হবে।
৬) মাস্ক অপরিচিত ব্যক্তির কাছে ব্যবসায়িক প্রতিষ্ঠান চাইলে বিক্রি করা থেকে বিরত থাকতে পারবে।
৭) ১১ মে’র পর থেকে বাজারে পুনঃব্যবহারযোগ্য মাস্কের সহজলভ্যতা থাকবে।
৮) বার এবং রেস্টুরেন্ট ছাড়া প্রায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে।
৯) বার এবং রেস্টুরেন্ট খুলার বিষয়ে আগামী ২ জুন পর জানানো হবে।
১০) কমিশন ইন্টারভিউ ১৫ মে ২০২০ থেকে চালো হবে , তবে সাধারণ ইন্টারভিউ ১৫ জুন ২০২০ পরে চালো করা হবে।
১১) কাজের ক্ষেত্রে সমাস পাকসিয়াল ১ জুন পর্যন্ত চালো থাকবে।
১২) বাস, ট্রেন, মেট্রো ৭০% ট্রাফিক থাকবে।
১৩) ২ জুন ২০২০ এর আগে সকল ধরনের ধর্মীয় সমাগম বন্ধ থাকবে।
১৪) বিবাহ অনুষ্টান বা জন্ম বার্ষিকীতে ১০ জনের উপরে থাকতে পারবে না
ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার্দো ফিলিপ বলেন, ফরাসিদের এই ভাইরাসের সঙ্গে কীভাবে টিকে থাকতে হয় এবং নিজেকে সুরক্ষিত রাখতে হয়, তা শিখতে হবে।
বিশ্বের সকল খবর সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন