আক্রান্ত
০
জেপিনিউজটোয়েন্টিফোর :: মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের দরজায় কড়া নাড়ছে সর্বোচ্ছ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর’র চাঁদ।
পবিত্র এই ঈদকে উপলক্ষ করে আদর্শ, শান্তি, ও সম্প্রীতির সুন্দর সমাজ বিনির্মানের আহবান জানিয়েছেন ইতালী (সিসিলি) আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মজনু আলী।
মজনু গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় এ আহবান জানান।
গণমাধ্যমবার্তায় পাঠানো ঈদ বার্তায় ঐতিহ্যবাহী জনপদ জগন্নাথপুর উপজেলা সহ সিলেট তথা বিশ্ব মুসলিম উম্মাহ-কে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি আরো বলেন- ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুমিন হৃদয়, প্রতিষ্ঠিত হোক ভ্রাতৃত্বের সেতুবন্ধন।
তিনি ঈদের শিক্ষাকে কাজে লাগিয়ে সম্প্রীতির সচ্চ পাটাতনে দাঁড়িয়ে ধনী-গরীব নির্বিশেষে ঈদের আনন্দ উপভোগ করার আহব্বান জানান।