আগামী ৫মে র মধ্যে ৪ দফা দাবি না মানলে ৬মে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ম্যাটস্ শিক্ষার্থীরা,
বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স এসোসিয়েশন সিলেট মহানগর শাখার আয়োজনে মেডিকেল এডুকেশন বোর্ড সহ ৪ দফা দাবিতে আজ সারাদেশের ন্যায় একযোগে সিলেট জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । উক্ত সংবাদ সম্মেলনে ম্যাটস্ শিক্ষার্থীরা সাংবাদিকদের কাছে তাদের ৪ দফা যৌক্তিক দাবি তুলে ধরেন। ম্যাটস্ শিক্ষার্থীরা জানান গত বছর থেকে ৪ দফা দাবিতে তারা সরকারের হস্তক্ষেপের লক্ষে আন্দোলন করে আসছে। গত বছর আন্দোলনের পরিপেক্ষিতে মাননীয় স্বাস্থ্য মন্ত্রী তাদের দাবী দাওয়া ৩০ দিনের মধ্যে মেনে নেওয়ার আস্বাস দিলেও আজ ১১ মাস পরেও তাদের দাবি দাওয়া মেনে নেওয়া হয়নি। বরং তাদের দাবি দাওয়া উপেক্ষা করে গত ২৪ এপ্রিল ২০১৮ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ গঠন না করে এলাইড হেলথ প্রোফেশনাল বোর্ডের অনুমোদন দেন স্বাস্থ্য মন্ত্রণালয়। এর ফলে সারাদেশের প্রায় লক্ষাধিক ম্যাটস্ শিক্ষার্থীদের মাথে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। ম্যাটস্ শিক্ষার্থীরা জানান দেশের সকল ডিপ্লোমাধারীদের উচ্চশিক্ষার সুযোগ থাকলেও একমাত্র তাদের কোন উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হয়নি। অথচ ম্যাটস্ স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ম্যাটস্ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার কথা বলে গেছেন। এছাড়া আজ সারাদেশে ২০ হাজার ম্যাটস পাশকৃত ডিপ্লোমা চিকিৎসকদের কর্মসংস্থান এর সুযোগ চান ম্যাটস্ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের জন্য ইন্টার্ণ ভাতা সহ সরকারী চাকুরীতে ১০ গ্রেডে উন্নতি, নিয়োগ ও বাস্তবায়নের দাবি জানান শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনের ম্যাটস্ শিক্ষার্থীরা জানান আগামী ৫ মে এর মধ্যে যদি তাদের ৪ দফা দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন তৎপরতা লক্ষকরা না যায় তাহলে আগামী ৬ মে রোজ রবিবার সারাদেশে ম্যাটস্ শিক্ষির্থী রাজপথ বেচে নিয়ে ছাত্র ধর্মঘট করতে বাধ্য হবে। সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন বিডিএমএসএর কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কিবরিয়া,ছাত্রনেতা শিব্বির আহমদ,জুনেদ আহমদ,সিলেট মহানগর সভাপতি সাইদুর রহমান,সহ সভাপতি সুজয় পাল,সাধারন সম্পাদক সোহেল আহমদ সহ বিভিন্ন ম্যাটস প্রতিনিধি।