তার সাথে সাক্ষাত করতে গেলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর অনেক তথ্য…!!
উনি যখন তার মটর বাইকের কাজ করাচ্ছিল টিক এই সময়ে উনার এক বন্ধু আফসর উনাকে দেখতে পেলো।পরে আফসর উনার কাছে এগিয়ে আসলো কথা বলার জন্য।একজন বন্ধুর সাথে হঠাৎ দেখা হলে দাড়িয়ে একটু কথা বলাটা স্বাভাবিক বিষয়। টিক এই মূহূর্তে ঘটে গেল এক নাটিকীয় কাহিনি।হঠাৎ RAB এসে আফসরকে ঝাপটা দিয়ে ধরে ফেললো তা দেখে ইশতিয়াক পুরাই হতবম্ভ হয়ে গেলো যে,এখানে RAB কেনো?কি হচ্ছে?কেন আফসরকে ধরছে?কিছু বুজে উঠার আগে উনাকেও হাতে ধরে ফেলে RAB।সাথে সাথে তার বন্ধু আফসর RAB কে বলে” ইসতিয়াক এখানে তার বাইকে কাজ করাচ্ছে।সে এসবের কিচ্ছু জানেনা।আপনারা আমাকে ধরে নিয়ে যান”।তখনও পর্যন্ত ইশতিয়াক জানেনা কিসের জন্য RAB এখানে?কি ঘটতে যাচ্ছে?উনি উপস্তিত জ্ঞান হারিয়ে হা করে তাকাচ্ছিলেন আর RAB কে বলছিলেন ভাই কি হয়েছে আগে বলুন, পরে আমাকে ধরুন।কিন্তু কিছু না শুনে RAB উনাকে বলে আগে থানায় চলো পরে কথা হবে।এই বলে উনাকে থানায় নিয়ে বাইরে কোন যোগাযোগ না করতে দিয়ে তার ফোন কেড়ে নেয়।পূর্ব পরিকল্পিতভাবে উনাকে ফাসিয়ে ফেলা হয়।যার দরুন এখন কিছু লন্ডনি হাইব্রিড নেতা ও তার সাঙ্গপাঙ্গরা ঘোলা পানিতে মাছ শিকারের ব্যার্থ চেষ্টা করছে বলে জানান ইশতিয়াক চৌধরী।যা তাদেরই পূর্ব পরিকল্পিত কাজ।এখনও উনার পাশে থাকা বন্ধু আফসর চিৎকার করে বলতেছে, “আমার বন্ধু ইশতিয়াক এসবের কিচ্ছু জানেনা।আমি তাকে বাইকের গ্যারেজে দেখার পর এমনিতেই ডাক দিয়েছি একটু কথা বলার জন্য।আমার কাছে মাদক ছিল কিন্তু এসবের কিছু ইশতিয়াক জানেনা,তাকে ফাসানোর জন্য একটি লন্ডনি হাইব্রিড ও কুচক্রী মহলের কাজ এটি”।
g bai ab