সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে ওয়ারেন্টভূক্ত এক আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব-৯)।
সোমবার (১৩ নভেম্বর) রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জগন্নাথপুর থানাধীন সৈয়দপুর বাজারগামী পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলো- জগন্নাথপুর থানাধীন এলাকার সৈয়দপুর গ্রামের মৃত সৈয়দ আব্দুল করিমের ছেলে সৈয়দ মিজান আহমেদ (৩০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গত ২০১৬ সালের অনুষ্ঠিতব্য জহগন্নাথপুর থানাধীন সৈয়দপুর ইউপি নির্বাচনের বুদরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট নির্বাচনী কেন্দ্রে মারামারি, ভাংচুর ও প্রিজাইডিং অফিসারকে গুরুতর আহত করে এবং কেন্দ্রের রেজাল্ট ও অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে যায় বলে মিজান স্বীকার করে। সে দীর্ঘদিন যাবত গ্রেফতার এড়ানোর লক্ষে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলো।
গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীণ রয়েছে বলে র্যাব-৯ এর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।